আগামি ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম পদ্ধতি একটি জালিযাতি পদ্ধতি। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক উপাদান ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে। এছাড়াও তিনি বলেছেন, মাইনাস টু ফরমুলার সাথে ওবায়দুল কাদেরও বিচ্যুৎ ছিলেন না। তার মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপি’র উপর অভিযোগ দিচ্ছেন।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরে নির্বাচনী প্রচারণাকালে কুড়িগ্রাম এনআর প্লাজা মার্কেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির দলীয় মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বেবুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।