ময়মনসিংহ – ৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য রুহুল আমিন মাদানী করোনায আক্রান্ত হয়ে ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গতকাল ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকা সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদুল আলম মজিব, নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জুবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম,সাবেক সাধারন সম্পাদক কালের কণ্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সম্মানিত সদস্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ সহ স্থানীয় সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম মুফতি মোস্তফা কামাল।