গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে স্থানীয় মাংস বিক্রেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে ১২ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স হয় ।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া, অফিস সহকারি বজলুর রশিদ, বিএফএ আরিফ হোসেন প্রমূখ।উপজেলার বিভিন্ন বাজারের ২৫ জন মাংস বিক্রেতা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া বলেন, উপজেলার বিভিন্ন বাজারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ পশু জবাইয়ে নিশ্চিত করার লক্ষ্যে ২৫ জন মাংস বিক্রেতাকে এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।