বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে গত ১১ মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছেন ২০২১ বর্ষের এসএসসি শিক্ষার্থীরা। গত ১৭ মার্চ ,২০২০ ইং হতে বর্তমান পর্যন্ত করোনাভাইরাস মহামারির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। বিকল্প কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে ২০২০ শিক্ষা বর্ষের পিএসসি, জেএসসি ও এসএসসি অন্যান্য পরীক্ষায় অটো প্রমোশন দেওয়া হয়।
কিন্তু সম্প্রতি স্কুল , কলেজ খোলার প্রস্তুতি চললেও এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি , তবে বলা হয় এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তাই আজ ২৪ জানুয়ারি ২০২১ ইং সকাল ১০ টায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা নানাভাবে সেশন জট দেখিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করার দাবিতে স্কুল মাঠ , ডিসি অফিস এর সামনে ও শহরের বিভিন্ন জায়গায় আন্দোলন করে।
তারা বিকল্প উপায়ে মূল্যায়ন করে প্রমোশন দেয়ার দাবি জানিয়েছেন। অনেক শিক্ষার্থীকে হলে উঠে পরীক্ষা দিতে হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।এমন অবস্থায় শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন করোনাভাইরাসের মধ্যে প্রফেশনাল পরীক্ষা না নিয়ে, অটো প্রমোশন দিয়ে দ্রুত পরবর্তী ইয়ারের ক্লাস শুরু করতে।