খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সুসম্পন্ন হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে মাদরাসার হলরুমে আয়োজিত এ মাহফিলে পরিচালনা কমিটির সভাপতি শাহআলমের সভাপতিত্বে ও মাদরাসার তত্বাবধায়ক মাওলানা জায়নুল আবদীনের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শরীয়া বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ আলোচক হিসেবে ওয়াজ করেন,জেলা কারাগার মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন ও গুইমারা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ক্বারী ওসমান গণি। উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রভাষক ও বরেন্য আলেমসমাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা,সংবাদকর্মীসহ সর্বস্তরের মুসলিম (নারী ও পুরষ) তৌহিদী জনতা এবং মাদরাসার বর্তমান ছাত্রবৃন্দ।
উক্ত মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রাক্তন ছাত্র পরিষদ,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা র নেতৃবৃন্দ ও সদস্যগন। প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এক বিবৃতিতে বলেন, আমরা চেষ্টা করছি প্রতি বছর ভালো মানের বক্তার মাধ্যমে মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী,পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় মুসলিম জনতার ধর্মীয় ও আধ্যাত্মিক খোরাক যোগাতে। মাহফিলকে সফল ও স্বার্থক করার জন্যে যারা কায়িক শ্রম,অর্থ ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন,তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আশাকরি এ ধরনের উদ্যেগে এলাকায় ধর্মীয় অনুভূতি ও ইসলামের প্রকৃত শিক্ষা জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে জাগ্রত হবে।