অদ্য ২৬.০১.২০২১ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ঠাকুরগাঁও।
এ সময় বিডি ক্লিন ঠাকুরগাঁও জেলার সমন্বয়ক জনাব মো মেহেরাব হোসেন বলেন,
বিডি ক্লিন ২০১৬ সালে ৩ জুন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ৫৭ টি জেলায় ১১২ টি বিডি ক্লিন এর টিম রয়েছে।
বিডি ক্লিন এর মূল্য উদ্দেশ্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
বিডি ক্লিন ঠাকুরগাঁও জেলার সমন্বয়ক আরো বলেন যতদিন পর্যন্ত বাংলাদেশ পরিচ্ছন্ন না হয় তত পর্যন্ত বিডি ক্লিন এর পরিচ্ছন্নতার অভিযান চলমান থাকবে।
মাননীয় পুলিশ সুপার মহাদয় জানান, বিডি ক্লিন সারা বাংলাদেশ এ খুব ভালো কাজ করে যাচ্ছে। বিডি ক্লিন ঠাকুরগাঁও জেলার জন্য সার্বিক সহযোগিতা ও সকল প্রোগ্রাম এ অংশ করার জন্য বলেন।