নতুন বছর উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে উত্তর রসুলপুর খালেকিয়া বায়তুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠ পাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতারন করা হয়েছে ,সকাল ৯ থেকে বিকাল ৩ পর্যন্ত ৪১৫ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে।
সংগঠন সূত্রে থেকে জানা যায় অত্র সংগঠনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ অনেক উপকৃত হয়েছে।
উপকারভোগীরা নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সফলতা কামনা করেন উক্ত আয়োজনে পরিচালনায় ছিলেন মাইনুদ্দীন নাঈম ও নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির প্রচার সম্পাদক আফরিন রবিন,সার্বিক সহযোগীতায় ছিলেন সালমা আক্তার,মুস্তাফিজুর রহমান ,সুমন,সাবিহা আক্তার সালমা,হৃদয়,সাইদুজ্জামান,সাকিব, রাসেল,জুয়েল, রহমত,জুনাইদ, মহাইমিনুল, খলিল, হোসাইন, রকি, সাইফুল্লাহ, মহসিন, সাগর,শোয়েব,বাইজিদ, সহ আরো অনেকেই।
আয়োজনেঃ নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি ।