বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জন্য কচুরিপানা নিয়ে এসেছিলেন সংসদের।
আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান রওশন এরশাদ।
রওশন এরশাদ বলেন, আজ সংবাদপত্রে দেখলাম আমাদের পরিকল্পনামন্ত্রী বলেছেন, গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে আমরা কেনো খেতে পারবো না। তাই পরিকল্পনামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দেশে কী এখন দুর্ভিক্ষ দেখা দিছে যে কচুরিপানা খেতে হবে। আজ তো পরিকল্পনামন্ত্রী আসেননি। ওনাকে দেয়ার জন্য আমরা তো কিছু কচুরিপানা নিয়ে আসছিলাম।
তিনি আরো বলেন, ঘাসের মধ্যে তো অনেক ভিটামিন আছে তাহলে আমরা ঘাস খাই না কেন? গরুর খাবার কী মানুষ খেতে পারবে নাকি মানুষের খাবার গরু খেতে পারবে। তিনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে এমন কথা কি করে বললো তা আমার বুঝে আসে না।
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে NEC-2 সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমের হাতে পুরস্কার তুলে দিয়ে এ কথা বলেন তিনি। পরে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।
নিউজটি দেখতে এখানে ক্লিক করুন: