ময়মনসিংহের ফুলপুরে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোল চত্তর এলাকায় পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি , মেয়াদে টেম্পারিং করা এবং মেয়াদবিহীন ঔষধ বিক্রিসহ একাধিক ভোক্তা বিরোধী কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানটিকে এই ৬০,০০০/-জরিমানা করা হয়। এসময় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম জানান- জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন
এসময় ফুলপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।