বাংলাদেশ রোভার স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” ( PRS) ২০২০ অর্জন করেছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ’র সিনিয়র রোভার মেট (SRM) তারেক আজিজ সুমন। তিনি ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র । ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ’র জন্য তথা ঢাকা কলেজ পরিবারের জন্য এ এক বিরল সম্মান।
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ বিগত পরপর তিনবছর একনাগাড়ে
২০১৮ সালে ২ জন রোভার, ২০১৯ সালে ১ জন এবং ২০২০সালে ১ জন রোভার এই বিরল সম্মান অর্জন করেছে।