আগুনে পুড়ে যাওয়া বাড়ির জন্য থেকে থেকে হাউমাউ কান্না আর বিলাপ বাড়ির মালিকের। রাজশাহীর বাঘা উপজেলার ফতেপুর বাউসা গ্রামে আগুন লেগে ২টি বসতবাড়ি ও ১টি রান্নাঘড় সহ ৪টি ছাগল ও ১০টি হাস-মুরগী পুড়ে অসহায় হয়ে পড়ে ক্ষতিগস্থ পরিবার। আজ বুধবার সন্ধ্যা প্রায় ৭ টার দিকে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে।
বাঘা উপজেলার ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বাড়ির বৈদ্যুতিক লাইন শট সার্কিট হয়ে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়ে আগুন বড় আকার ধারণ করে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ৩টি বাড়িতে । এতে ঘরে থাকা নগদ অর্থসহ সবকিছুই পুড়ে যায়। পরিবার ৩টি হলেন-বাদল,রাসেল ও কামাল। খবর পেয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেই সাথে তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিন রেজা, চেয়ারম্যান বাউসা ইউনিয়ন পরিষদ শফিকুর রহমান (শফিক), ইউ পি সদস্য বাউসা ইউনিয়ন পরিষদ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও সিতের কম্বল বিতরন করেন।