শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল দক্ষিণ পাড়ায় ভূতাইল দক্ষিণ পাড়া রয়েল স্পোর্টিং ক্লাবের উদ্যোগ বালুর মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন।
ভূতাইল গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুস সাত্তার সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট আবুল কালাম আজাদ (তমাল) ভাইস চেয়ারম্যান -মুরাদনগর উপজেলা পরিষদ , জনাব মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান , শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আবু সালেহ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম বাহাদুর, মোঃ জসীম উদ্দিন, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, আশ্রাফুল জামিল প্রমুখ।
ঢাকা কলেজের মেধাবী ছাত্র মেহেদী হাসান তানজীমের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইনালে ভূতাইল গ্রামের বি দলকে হারিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২০ইং এর চ্যাম্পিয়ন হয় সি দল।