নভেল করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের পরিপ্রেক্ষিতে সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) জারি করা ১৮ দফা নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী সব অফিস, আদালত ও প্রতিষ্ঠানে ৫০ শতাংশ জনবল দিয়ে অফিস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসনের সরকারী-বেসরকারী দপ্তর গুলোকে সরকারী নির্দেশনা অনুসরণ করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮দফা নির্দেশনা বাস্তবায়নে শুক্রবার থেকেই জেলার সকল প্রতিষ্ঠান ও দপ্তর গুলো নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। জেলার প্রতিটি দপ্তর, উপজেলা প্রশাসন তাদের কর্মকর্তা-কর্মচারীদের সরকারী নিয়মে কাজ করতে একটি ডিউটি রোস্টার করে দিয়েছেন।
তিনি বলেন-জেলা প্রতিটি উপজেলায় ও ইউনিয়নেও মাঠ পর্যায়েও আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করছি। অপ্রয়োজনে কেউ যাতে রাত ১০টার পর বাইরে না যায়, সেটি আমরা নিশ্চিত করব। এ বিষয়ে পুলিশ-বিজিবিসহ সকল প্রশাসন ও জেলার সর্বস্তরের জনতার সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন অব্যাহত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব কিছু করা হচ্ছে। তিনি করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন- সরকারের ১৮ দফা নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সব স্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে না পারলে আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই কঠোরভাবে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করতে অভিযান শুরু করা হয়েছে।