স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী শহীদ সাবেক ছাত্রনেতা ফিরোজ ও জাহাঙ্গীর স্মরণে আলোচনা সভা ও তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ২৮শে নভেম্বর সকালে ময়মনসিংহের গাঙ্গিনাপাড়স্থ ফিরোজ জাহাঙ্গির চত্তরে এই আলোচনা সভা ও তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে এড. এমদাদুল হক মিল্লাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এড. আব্দুল মোত্তালিব লালের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এহেতাশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম ফেরদৌস জিল্লূ, জাসদ মহানগর শাখার সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মিন্টু, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জি. নূরুল আমিন কালাম, সাংবাদিক প্রদীপ ভৌমিক, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাসার ভাষাণী, জাসদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাপম চুন্নু, শহীদ ছাত্রনেতা ফিরোজ এর ছেলে শেখ মো. ফয়সালসহ অনেকে । আলোচনা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা ফিরোজ ও জাহাঙ্গীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যাক্তিবর্গ।