আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও মটর সাইকেল শোডাউন করছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
রবিবার তালা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে বারুইহাটি ওয়ার্ডের সরদার পাড়া উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
জাপা নেতা ছাত্তার সরদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি এসএম হাসান আলী বাচ্চু সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড জাতীয় পার্টির নেতা হারুন সরদার,ভোলা মালী,আবুল হোসেন,হায়দার সরদার,আমজেদ সরদার,কামরুল জোয়াদ্দার,আজিজ সরদার,বীরমুক্তিযোদ্ধা মমিন মোড়ল,গনি মোড়ল, তরুন পার্টির কেন্দ্রীয় নেতা বিএম বাবলুর রহমান,তরুন পার্টির সভাপতি ইউসুচ আলী মোড়ল,যুব সংহতি নেতা নেয়ামত মোড়ল,মতিয়ার সরদার,ছাত্র সমাজের সভাপতি সাগড় মোড়ল প্রমুখ।