বাবার অপেক্ষা
এস.এম আলী সুমন
শীতের রাত ঘড়িতে তখন বারোটা
ঝি ঝি পোকা ডাকছে অবিরাম,
রাস্তার পাশে কুরুক কুরুক ডাকছে ব্যাঙটা
সবাই ঘুম করছে আরাম।
রিক্সা থেকে নেমে সদর ফটকে
চোখাচোখি বাবার সাথে হৃদয় উঠে আঁতকে,
কোন কথা ই হয়নি দুজনের মাঝে
বাড়ি ফেরার কথা আমার সেই সাঁঝে।
বাবার চোখে দেখেছিলাম সেদিন
আমার জন্য কতো ভালোবাসা রঙিন,
বইয়ের কাজে আটকে গিয়েছিলাম প্রেসে
বাইরে দেরি না করা আমি ফিরলাম অবশেষে।
দুঃশ্চিন্তা অস্থিরতা বাবাকে যেন আঁকড়ে ধরেছিল
শীতের রাতে চাদর মুড়িয়ে আমার পথ চেয়েছিল,
জানতাম বাবা আমায় অনেক ভালোবাসে
মাঝে মাঝে ভাবতাম এত্তো ভালোবাসা কোত্থেকে যে আসে।
আজও গভীর রাতে বাসায় ফিরি
সদর দরজা থেকে ছাঁদ বাবাকে খুঁজে ফিরি,
ঝি ঝি পোকা ব্যঙ আগের মতোই ডাকছে অবিরাম
সবাই লেপ মুড়িয়ে দিচ্ছে ঘুম নিচ্ছে বিশ্রাম।
বাবার মতো আর কেউ পথ চেয়ে বসে থাকেনা
শীতের রাতে আমার অপেক্ষায় সিগারেটের ধোঁয়া তুলে না,
বাবা নাকি নিচ্ছে বিশ্রাম সুমধুর জান্নাতে
বাবার জন্য অসীম ভালোবাসা আমার বুকেতে।