মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নারগিস সুলতানা, ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের জন্য কমিটি গঠন করা হয় ।