দোয়ার অনুষ্ঠানে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মান্নান (৩৮) একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রোববার (২২ আগষ্ট) ইশার নামাজের পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, কাশিয়াডাঙ্গ গ্রামের পেয়ারাতলা মোড়ে একটি দোয়ার অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়।
আব্দুল মান্নান নামের একজন ব্যক্তি বালতিতে করে খিচুড়ি বিতরণ করেন। ওই গ্রামের আলিবক্স সানার পুত্র দুই সন্তানের জনক আব্দুল মান্নান (৩৮) খিচুড়ি কম দেওয়ার কথা বলে একই গ্রামের মুজিবুর রহমানের পুত্র আবু হানিফ (২৩) এর সাথে ঝগড়া হয়। আবু হানিফ এসময় আব্দুল মান্নানের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
তাকে তাৎক্ষণিক উদ্ধার করে যশোরের কেশবপুর হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মান্নান মারা যায়। কলারোয়া থানার পুলিশ আবু হানিফ ও তার পিতা মজিবুর রহমানকে (৫০)কে গ্রেপ্তার করেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।