রাজশাহী জেলা প্রশাসনের নিকট হতে গড়গড়িয়া ইউনিয়নে ২৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় পরিবার। পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির ফলে উপজেলার চকরাজাপুর ইউনিয়নে অধিকাংশ, গড়গড়ী ইউনিয়নে দুই’শতাধিক ও পাকুড়িয়া ইউনিয়নের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
অসহায় মানুষের এসব দুঃখ,দুর্দশা লাঘব করতে রাজশাহী জেলা প্রশাসনের নিকট থেকে প্রাপ্ত সহয়তা বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ আগস্ট বুধবার সকালে উপজলোর গড়গড়িয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু,সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, গড়গড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য,গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে বাঘা উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে ওই সকল গ্রামের সাড়ে ৩ হাজার মানুষ । বন্যার পানি বৃদ্ধির ফলে বিভিন্ন ধরণের জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের সংকট। কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে বন্যাকবলিতদের।