ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামনের হার বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ১৪ জন আক্রান্ত হয়েছে। ১সপ্তাহ পূর্বে সংক্রামনের হার দৈনিক ২৪ ঘন্টায় ২-৩ জন করে ছিল। লকডাউন তুলে দেওয়ার পর মানুষ মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি ঢিলাঢালাভাবে মেনে চলায় সংক্রামনের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগে একটি সূত্র দাবি করেছে।
সরজমিনে দেখা গেছে সাধারন মানুষ চলাচলের ক্ষেত্রে এবং দোকানপাটে কেনাকাটার সময় ক্রেতা ও বিক্রেতাদের সিংহভাগই মাস্ক ব্যবহার করতে ও স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব মেনে চলছে না। এছাড়া লকডাউনকালিন সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মাঠপর্যায় কাজ করলেও বর্তমানে ভ্রাম্যমান আদালত না থাকায় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল করছে।
ঝালকাঠি জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ১৪,৪৫৩ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। ৪৫৪৭ জন পজেটিভ ও ৯৮৯১ জন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৩৮৪৪ জন সুস্থ হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৬১৭ জন হোম ও ১৪ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে।