সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

বাঘার আড়ানী পৌর মার্কেট সহ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Reporter Name / ২৯৫ Time View
Update : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

এখন পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। এর করোনা ভাইরাস এর থাবায় গ্রাস হচ্ছে সারা বিশ্ব। যার কালো থাবায় আমরা সবাই দিশেহারা। তার পরেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকান্ড। থেমে নেই দেশের উন্নয়ন অগ্রগতির থেমে নেই, অন্য দিকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয় টা মাথাই রাখতেই হচ্ছে।

শনিবার বাঘার আড়ানী পৌর মার্কেট নির্মান কাজের শুভ উদ্বোধন সহ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর এবং নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথি রাজশাহী(৬)চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এর বক্তব্যে এসব কথা বলেন।

সকাল ১১ টায় উপজেলা এলজিইডির পক্ষ থেকে বাস্তবায়নকৃত আড়ানী পৌর বাজারে তৃতীয় তলা গ্রামীন মার্কেট এর নির্মান কাজ উদ্বোধন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি শোকের মাস। এ মাসে আমরা জাতীর পিতা ও তাঁর স্ত্রী-পুত্র সহ পরিবারের ১৭ জন সদস্যকে হারিয়ে ছিলাম। জাতীর পিতার স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা গড়ার। আজ শত বাধা বিপত্তি পেরিয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

এদিকে মাননীয় মন্ত্রী আড়ানী গ্রামীন পৌর মার্কেট নির্মান কাজের উদ্বোধন শেষে পর্যায় ক্রমে উপজেলার বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন,পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, হরিনা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন , ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন , বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের উদ্বোধন , পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সব শেষে তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

এ সব বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মহামারী করোনার কারনে শিক্ষার যে ক্ষতি হলো সেটি অপুরনীয়। এটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী ব্যাপী একই অবস্থা । কারণ কোন সরকারই চান না , কোমলমতি শিশুদের জীবন অকালে ঝরে যাক। তবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন খুব শির্ঘই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী সানিউল আলম, বাঘা উপজেলা প্রকৌশলী রতন কুমার ফোজদার, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সম্মানীত সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদাকি বিপাশা খাতুন, বাজুবাঘা মহিলা আলীগের সভানেত্রী নিলা জামান, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পি-সহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ