সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন

বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ ও সংবাদ সম্মেলন  
মোস্তাফিজুর রহমান, রাজশাহী প্রতিনিধি: / ২৩৯ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর  করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন করা হয়েছে । ২৮ আগস্ট শনিবার সকাল ১০ টায় বাঘা উপজেলা প্রশাসন ও বাঘা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে জাতীয় মৎস্য  সপ্তাহে বিভিন্ন কার্যাবলি  বিষয়ে  স্থানীয় সাংবাদিকদের  নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামবলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে  পুরস্কার বিতরণ,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা,উপজেলা কৃষি অফিসার শফিউল্লা সুলতান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,বাঘা প্রেস  ক্লাবের সভাপতি মোঃ আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান,আজকের  পত্রিকার সাংবাদিক গোলাম তোফাজ্জল কবির মিলন,অর্থ সম্পাদক লালন উদ্দিন,দৈনিক  জনবানী পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুব্রত কুমার,সোনার দেশ  পত্রিকার ফটো সাংবাদিক দোয়েল,এশিয়ান টিভির ক্যামেরাপার্সন হাসানুজ্জামান প্রিন্স সহ বাঘা প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা ।

বাঘা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বাঘা উপজেলায় মোট মাছের চাহিদা ৩৯৮০.০০ মেঃটন । বাৎসরিক মাছের উৎপাদন ৪০২০.০০ মেঃ টন । অত্র উপজেলায় মোট ৪০৩২ টি পুকুর আছে এর মধ্যে ৪৮ টি সরকারী ও ৩৯৮৪ টি বাক্তি মালিকানা পুকুর রয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আমাদের উপজেলার মাছের চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় মাছ রপ্তানি আমরা সক্ষম । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,কৃষি অফিসার শফিউল্লা সুলতান, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন,  বর্তমানে অনেক বেকার যুবক সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে। বিশ্বের মধ্যে ছোট দেশ হিসেবে বাংলাদেশ মাছ উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ