ময়মনসিংহের তারাকান্দায় এক স্কুল দপ্তরীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধর্ষিত কিশোরীর পিতা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বিসকা গ্রামের ১৪বছর বয়সী কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে পাশের বাড়ির সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর পুত্র স্থানীয় একটি বিদ্যালয়ের দপ্তরী সাদ্দাম হোসেন (২৮)। গত সোমবার ভোর সাড়ে ৫টায় লম্পট সাদ্দাম হোসেন ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আবারও ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরী মোবাইল ফোনে তার চাচাকে ঘটনা জানালে বাড়ির লোকজন ভালুকা উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ির এলাকা থেকে তাকে উদ্ধার করে। গতকাল ওই কিশোরীর পিতা বাদী হয়ে সাদ্দাম হোসেনসহ ২ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রী পলাশ চন্দ্র পাল জানান, ভিক্টিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, মামলা হয়েছে আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করেছে।