ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর নাটক `অবরুদ্ধ ১৪ বছর` মঞ্চস্থ
ঝালকাঠি প্রতিনিধি, মো রাশেদ খান:
/ ১৩৯
Time View
Update :
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
Share
ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর নাটক ‘অবরুদ্ধ ১৪ বছর’ মঞ্চস্থ হয়েছে।মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ এ নাটকে বঙ্গবন্ধুর জেলজীবন ও প্রেক্ষাপট তুলে ধরা হয়। জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চায়িত নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন- অনিমেশ সাহা লিটু। জেলা প্রশাসনের সহযোগিতায় নাটকটির পরিবেশনায় ছিল- ‘রেপার্টারি নাট্যদল’। দর্শকের প্রশংসা পেয়েছেন- কলা কুশলীরা।ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে মঞ্চায়নের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এবং বরিশালের দুই সংস্কৃতিজন সৈয়দ দুলাল ও কাজল ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন