ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন জাপা নেতা জাহাঙ্গীর
ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসন এর সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির নির্দেশে তার পক্ষ খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ বিভিন্ন সহায়তা দিয়েছে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।
সুত্র মতে- ময়মনসিংহ সদর উপজেলা বেগুনবাড়ি এলাকায় গত সোমবার (২৯শে আগষ্ট) আগুনে পুড়ে ৫ টি পরিবারের গরু,ছাগল,হাস,মুরগী ও নগদ অর্থ সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেলে সর্বস্ব হারিয়ে প্রায় দিশেহারা হয়ে উঠে এই ৫ টি পরিবার। এই খবর শুনেই খাদ্য সামগ্রী ও বস্ত্র নিয়ে তাদের মাঝে হাজির হয় ময়মনসিংহ জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।
খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পাটির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন,সদর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলী, খাকডহর ইউনিয়ন জার্তীয় পার্টির আহ্বায়ক হাজী সিরাজ, জেলা মহিলা পার্টির নেত্রী আসমা মেম্বার মহানগর জাপার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মানিক,৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম রাজিব, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি আলাল উদ্দিন মহানগর জাপার সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।