হাটের বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি শেষে কলারোয়ায় ফিরেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
রবিবার (৫সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়া পৌঁছান তিনি। সাতক্ষীরার প্রবেশদ্বার বেলতলায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রা এর মাধ্যমে ফুলের মালা দিয়ে চতাকে বরণ করেন ও ফুলের শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ চত্বরেও বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান লালটু। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,’দল-মত নির্বিশেষে সকলের দোয়ায় মহান আল্লাহ তায়ালা আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। কলারোয়ার মানুষ যেন নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সে জন্য সচেষ্ট ছিলাম আর আজীবন থাকবো।
গুটিকয়েক কুচক্রী ব্যক্তি কলারোয়া কে অশান্তি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সেই বাসনা কখনো পূরণ করতে দেওয়া হবে না। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম এবং থাকবো।’ যুবলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা পৌর কাউন্সিলার শফিউল আজম সফি ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।
সে সময় নানান শ্রেণী-পেশার মানুষ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহান আল্লাহর প্রতিক্রিয়া জানিয়ে ও আমিনুল ইসলাম পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।