ঝালকাঠির নলছিটিতে মাছের ঘেরের রাস্তায় হাঁটার সময় সাপের কামড়ে মো.নূর আলম হাওলাদার (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতরাত ২ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত সাড়ে ৮ টার দিকে নলছিটি পৌরসভার নাঙ্গুলি এলাকায় এ ঘটনা ঘটে। নূর আলম হোসেন ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারে ছেলে। এছাড়া তিনি আখড়পাড়া বাজারের একজন মুদি ব্যবসায়ী।
নিহত নূর আলম হোসেনের মামা সাইদুল ইসলাম আমাদের জানান, রাতে মাছের ঘেরের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওঝাঁ এনে ঝাড়ফুঁক করার একপর্যায়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।