জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন।
তারি আলোকে অদ্য মঙ্গলবার রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগ এর উদ্দোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনন্দ র্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে ডাক-ঢোল পিটিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক আনন্দ উল্লাসের মধ্যো দিয়ে ঘুরে এসে শেষ হয় একই জায়গাতে।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এই আনন্দ র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতৃবৃন্দ।
এই সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। বাংলাদেশকে অনেক সুন্দর ভাবে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্ম দিনে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি