সিলেটের জৈন্তাপুরের সারি নদীতে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এতে করে মারত্মক হুমকির মূখে রয়েছে শেওলারটুক গ্রামের মসজিদ,বাওয়ন হাওড়রের কবরাস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়ীসহ ফসলী জমি। স্থানীয় এলাকার আওলাদ মিয়ার ছেলে মকবুল মিয়া ও নিজাম উদ্দীন’র ছেলে জয়নাল আবেদীন,বুধিগাও এলাকার আব্দুল আজিজ’র ছেলে ফজল মিয়ার নের্তৃত্বে জৈন্তাপুর উপজেলার সারি নদী থেকে প্রশাসনের সামনেই ড্রেজিং করে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনর কার্যক্রম চলছে।
এলাবাসীর অভিযোগ,নদী ভাঙ্গন রোধে বালু উত্তোলনে কেউ বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা। গত ৯ অক্টোম্বর শনিবার দুপুর দেড়টায় শেওলারটুক গ্রামের মৃত আনোয়ার পলান’র ছেলে আব্দুল হালিম’র জমি সংলগ্ন নদীর তীর ঘেষে বালু উত্তোলন করছে দেখে স্থানীয় এলাকার লোকজন নিয়ে বালু উত্তোলন বাধা দেয়।
এসময় অবৈধ বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা আব্দুল হালিম’র উপর হামলা চালিয়ে তাকে আহত করে। ঘটনার পর আব্দুল হালিম জৈন্তাপুর হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় আব্দুল হালিম বাদী হয়ে বালু উত্তোলনের জড়িত হামলাকারী ৫ জনের নাম উল্লেখ্য করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও জৈন্তাপুর মডেল থানায় পৃথক দু’টি লিখিত অভিযোগ দাখিল করেন।আসামীরা হলেন,গোয়াইনঘাট উপজেলার বুধিগাও হাওড় গ্রামের আব্দুল আজিজ’র ছেলে মো.ফজল মিয়া(৩৫) একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে আব্দুল খালেক(৩০) রাহেদ মিয়ার ছেলে মো. মজিবুর রহমান(৩০)মৃত হোসেন আলী মুন্সীর ছেলে মো.বাছেদ মিয়া(৬০) মো. সোহেল মিয়া (২৮)। উল্লেখিত অভিযুক্তরা সম্প্রতি সময়ে সারি নদীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বুধিগাও হাওড় গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে ব্যাবসায়ী মো.শাহজাহান মিয়া’র উপর হামলা চালিয়ে তাকে মারত্মক আহত করার অভিযোগও রয়েছে। একই অবস্থা গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওড়,তিতকুল্লীর হাওড়,নাইন্দার হাওড়,সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।
এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,সীমার বাজার ,আনন্দ বাজারসহ সরকারী রাস্তাঘাট,মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি।এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ।এদিকে গোয়াইনঘাট উপজেলার চিত্রও ভিন্ন নয়। সারি নদীর তীরবর্তী পশ্চিম নাইন্দার হাওড়, জাফলং নদীর বাংলা বাজার, নয়াগাঙ্গের পাড়,বহুল প্রত্যাশিত জাফলং সেতুর পাশেই একাধিক ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোসৎব। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষুদ্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে বাউর ভাগ এলাকার আব্দুল মতিন বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাউর ভাগ পুড়াবাড়ী এলাকা নদী গর্ভে বিলিন হয়ে গেছে, বর্তমানে জাফলং সেতু ঘেষে ড্রেজিং করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে যার কারণে সেতুর তলদেশের মাটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোন সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত হস্থক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমিরী হক বলেন,সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে বিষয়টি আমি অবগত ছিলাম না। এখন সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।