কুড়িগ্রামের উলিপুরে ক্ষতিগ্রস্ত দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করেছেন রাজশাহীর নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া সর্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গামন্দির, ভূতের বাজার সর্বজনীন দুর্গামন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সর্বজনীন দুর্গামন্দির ও ফাঁসিদাহ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
পদির্শনকালে সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ রকম প্রতিটি ঘটনায় দুঃখজনক বলে সাংবাদিকদের জানান তিনি। এ সময় ভুক্তভোগী হিন্দু স¤প্রদায়ের লোকজন সেদিনের বর্বরতার কথা তুলে ধরে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এ সময় তারা আগামী ২৩ অক্টোবর শনিবার উলিপুর শহীদ মিনার চত্বরে অনশন করার ঘোষণা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যুগ্ম মহাসচিব ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উদয় শঙ্কর চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উলিপুর শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বর্মণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার সভাপতি পার্থ সারথি সরকার, সাধারণ সম্পাদক শ্যামল রায়। এ ছাড়া হিন্দু স¤প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।