রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও একজন মা ইলিশ শিকারী জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে থেকে দুপুর পর্যন্ত অভিযানে এই জাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামন ও উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) আমিরুল ইসলাম, নৌ পুলিশ ও বিজিবি সহায়তায় নিয়ে পদ্মা নদীর মীরগঞ্জ ,আলাইপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। মা ইলিশ শিকারী আটককৃত জেলেকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জালগুলো মীরগঞ্জ বিজিবি ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।