খুলনার পাইকগাছায় অপরাধী শনাক্ত, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে,পাইকগাছা পৌর সদরের বাজার সার্বজনীন পূজা মন্দিরে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাইকগাছা থানার উদ্যোগে এবং পৌর মেয়র জনাব সেলিম জাহাঙ্গীর এর পৃষ্ঠ পোষকতায় সংশ্লিষ্ট এলাকা সমুহে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিতকরণের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজের শুভ উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এবং বাকি ৫টি মন্দির সহ বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।
পাশাপাশি পাইকগাছা ষোলআনা বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারীদের সম্পৃক্ত করে বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকানে এবং দোকান সংলগ্ন গলিতে সুবিধাজনক স্থানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সিসি ক্যামেরা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার লোজজন সহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ।