তালায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত আসামী হলেন,উপজেলার চাদকাটি গ্রামের নুর উদ্দীন বিশ্বাসের পুত্র আজিবর বিশ্বাস(২৫)।
থানা সুত্রে জানাযায়,বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আবু জাহিদ ফকরুল আলম খানের নেতৃত্বে মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার মাগুরা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজা সহ আজিবর বিশ্বাস কে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জাহিদ ফকরুল আলম খান জানান, আসামীকে গ্রেফতার পূর্বক মাদক আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।