কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯/১০/২০২১) রাজধানী দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ।
কাতার যুবদলের প্রস্তাবিত সভাপতি গোলাম সারওয়ার মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর সাকিব।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অসুস্থ বেগম খালেদা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান,নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সুস্থতা কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন,কাতার বিএনপির সহ-সভাপতি আবুল বাশার সরকার,সিনিয়র যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,যুগ্ন সম্পাদক বাবুল গাজী, সহ-সাধারণ সম্পাদক আইনুল করিম মজুমদার বাবু, প্রচার হাছান মাহমুদ রাহেল, সহ-সাগঠনিক সম্পাদক বাবু খান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আকাশ,মাদারীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সভাপতি সোহেল খান,সাধারণ সম্পাদক কে,এম পলাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল বেপারী, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নুর আলম বাদশা, সাধারণ সম্পাদক কাউচার আলম ভূঁইয়া, সংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শাওন, লক্ষ্মীপুর ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহির হোসেন,কাতার প্রচার দলের সভাপতি সাইদুল ইসলাম সামসুল, সাধারণ সম্পাদক সি, এম হাসান মামুন, যুবদল নেতা নিজাম উদ্দিন মেম্বার, জাহিদ চৌধুরী,রিপন হোসেন, মুস্তাকিম মানিক, মনির হোসেন,তরিক মোমেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাজিদুল রাসেল, আজিজুল ব্যাপারী, মমিনুল ইসলাম, তানভীর ও খোরশেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেণী ফোরামের সাংগঠনিক সম্পাদক আফচার মহাজন, মোঃশরিফ, জসিম উদ্দিন, মাকসুদ আহম্মেদ, মোঃ আজম, মামুন ইসলাম মুন্না, সুজন ফকির ফাহাদ, অনিক অভিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উক্ত সভায় বক্তারা বলেন,প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের গণমানুষের অধিকার রক্ষায় , প্রিয় মাতৃভূমিতে গণতন্ত্র, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী যুবদল অনেক জোড়ালো ভূমিকা পালন করেছিলো।