আজ সোমবার ০১ নভেম্বর দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালি ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণ পুর গ্রামের মুজিবর এর পুকুরে পানিতে ডুবে মোন্নাফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, আজ দুপুরে মোন্নাফ তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে সেখানকার একটি পুকুরের গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে হঠাৎ পুকুরে পানিতে ডুবে যায় শিশু মোন্নাফ।
অনেক খোজাখুজির এলাকার লোক জন দল বেধে, কেউ বা জাল ফেলে খুজতে থাকে। দীর্ঘক্ষন চেষ্টার পর লোকজন শিশুটিকে তুলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাচানোর চেষ্টা চালায়। কোনো ফল না পেয়ে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃতুতে এলাকায় জুড়ে নেমে আসে শোকের ছায়া। মোন্নাফ উপজেলার পূর্ব রাধাকৃষ্ণ পুর গ্রামের জাহিদুল ইসলাম এর ছেলে।