সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার জোহরবাদ উপজেলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান মঈর তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত আহম্মেদসহ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মুসল্লিরা অংশ নেন। দোয়া মোনাজাত করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারে সকল শহীদের জন্য।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাতে মরহুমার ফিরোজা আমুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়েছে।