“দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২১।
১ নভেম্বর রবিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন যুব উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরিস চন্দ্রদাস, প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক সুমন মজুমদার, সাংবাদিক বিকাশ বাছাড়, জিল্লুর রহমান সাগরসহন আরো অনেকে।
অনুষ্ঠানে ৩৮জন যুব উদ্যোক্তাদের মাঝে ১৭ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।