রবি ২০২১/২২ মৌসুমে গম,ভূট্রা,সরিষা,সূর্যমূখী, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সভাপতিত্ব করেন।
সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে ২কেজি ভূট্রা বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।