ঠাকুরগাঁওয়ের হরিপুরে মতিয়ার রহমান নামে ৩০দিনের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটক মতিয়ার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চাপসার(মুলকান) গ্রামের মুনিরউদ্দিনের ছেলে।
হরিপুর থানা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে গত ২০১৮ সালে পারিবারিক ভাবে একটি মামলা হয় এবং ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন বিষয়ে একটি মামলা হয় । দুই মামলার মধ্যে পারিবারিক মামলাটি চলমান রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল।
হরিপুর থানা তদন্ত (ওসি) মোঃ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এসআই মিজানুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১টার সময় চাপসার(মুলকান) কাঠালডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মতিয়ারকে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।