সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোণায় ভারতীয় সীমান্ত থেকে ১১লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি
মুহা. জহিরুল ইসলাম অসীম, নেত্রকোণা: / ১৫৩ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
নেত্রকোণায় ১১ ললক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র  কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ১০ সদস্যের টহল দল কর্তৃক টকলেটবাড়ী নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে ভারতের দিক হতে আসা চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ঝালমুডি শাড়ি-৪২৫ পিস এবং কাতান শাড়ী-১৪৫ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১১,২৭,৫০০/- (এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।
আরও জানানো হয়, জব্দকৃত মালামালগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ