ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর সরদারের মা মোসাঃ ছালেহা বেগমের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আছর বাদ বিকনা বাড়িতে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান সেন্টু, জেলা আওয়ামী লীগ শ্রমবিষয়ক সম্পাদক এস আর এম মানিক,পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম, যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আজিজুর রহমান।