শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু 
মোঃরাশেদ খান, ঝালকাঠি প্রতিনিধি / ২৭৫ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
 ঝালকাঠির রাজাপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকালে আধুনিক যন্ত্রপাতিতে সু-সজ্জিত নতুন এ অপারেশন থিয়েটারের উদ্ভোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্জ বজলুল হক হারুন এমপি। এ সময় তিনি সরকারের দেয়া একটি নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আকুল খায়ের মাহমুদ রাসেলের হাতে। উদ্ভোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও মো: মোক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আকুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,  চিকিৎসক, নার্স, কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও কর্মচারীগন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ