পাইকগাছায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষকের মাঝে ৫০% উন্নয়ন সহায়তায(ভুতর্কি)তে কৃষি যন্ত্রপাতি বিতেন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরন প্রকল্পের আওতায় আয়োজিত ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা-৬ ( পাইকগাছা- কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে কানাখালীর কৃষক ইমরান হাসানকে যন্ত্রপাতি বিতরন করা হয।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষিবিদ ও কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,পুলিশিং ফোরামএর সভাপতি মোঃ দাউদ শরীফ। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ধ্রবজ্যোতি সরকার,মিজানুর রহমান, মিন্টু রায়,পলাশ কান্তি রায়,ডল্টন রায় ও যুবলীগ নেতা জসিমউদ্দীন বাবু, দ্বীজেন মন্ডল, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলামসহ অনেকে।