সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত
মাগুরা থেকে লেনিন জাফর / ২৭৩ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদায় ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধাগণ শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের পর শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনে’র সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন ‘শ্রীপুর বাহিনী’র প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তারসহ আরো অনেক।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন মিয়ার পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীকে উপ-অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীকে সহ-অধিনায়ক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করলে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগণ করতালির মাধ্যমে সম্মতি জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ