ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সার বিক্রয় ব্যবস্থাপনা আইন নিতিমালা লংঘন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ব্যবসায়ীসহ ৬ জনের নিকট ৬৩ হাজার ১ শ’ টাকা জরিমানা আদায় করে।
জানা গেছে, সার বিক্রয় ব্যবস্থাপনা আইন নিতিমালা লংঘন করার অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের রমজান ট্রেডার্স এর মালিক রমজান আলীর নিকট ২০ হাজার টাকা ও লাহিড়ী বাজারের মেসার্স মৌলী ট্রেডার্স ম্যানেজার স্বপন রায়ের নিকট ৩০ হাজার টাকা, ১৮৬০ এর ৫০৯ ধারার অভিযোগে জাউনিয়া কোনপাড়া গ্রামের মেকবুল হোসেনের ছেলে রব্বানীর নিকট ১০ হাজার টাকা, ১৮৬০ এর ১৮৯ ধারার অভিযোগে বোবরা গ্রামের সাম্মত আলীর ছেলে সাইরুল ইসলামের নিকট ১ হাজার টাকা, মোটরযান আইন লংঘন করার অভিযোগে কালমেঘ কাজিবস্তী গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে সুজনের নিকট ২ হাজার টাকা এবং জুয়া খেলার অভিযোগে বেলহাড়া গ্রামের হক সাহেবের ছেলে নাজমুল হকের নিকট ১শ” টাকাসহ ৬৩ হাজার ১ শ’ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী থানা পুলিশসহ আনসার ব্যাটেলিয়ান ফোর্স।