তালা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপ-শহরে র্যালি বের হয়।
র্যালি শেষে তালা উপজেলা পরিষদ হলরুমে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান, অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার,মীর জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় সহসরকারী-বেসরকারী অফিসের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে তালায় মোড়ল ফাউন্ডেশন এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি শালিখা কলেজে হলরুমে মোড়ল ফাউন্ডেশন এর পরিচালক ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা মুজিব বাহিনীর প্রধান প্রকৌশলী শেখ মুজিবুর রহমান।
সাবেক সেনা সদস্য সালাউদ্দিন ইউসুফ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-উর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ প্রমূখ।
আলোচনা সভাটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে খেশরা ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের হাতে একটি করে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদা বিন্ম্র শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী সমাজিক সংগঠন।