সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন

পাইকগাছার কপিলমুনিতে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
খুলনা থেকে শাহরিয়ার কবির / ১৩৯ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে উপজেলার কপিলমুনিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সবশেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আব্দুর রাজ্জাক মৌলঙ্গী, শেখ জামাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আঃ রহমান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, প্রভাষক মোঃ কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়ল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ