সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) থেকে মোস্তাফিজুর রহমান / ১৬৯ Time View
Update : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

রাজশাহীর বাঘায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ করার লক্ষে অদ্য শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ শহিদ মিনার চত্ত্বরে নির্বাচন নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উপজেলার আড়ানী, বাউসা, চকরাজাপুর( ৩টি) ইউনিয়ন পরিষদে আগামী-২৬শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মজিবুল আলম এর সঞ্চালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষপাতকমূলক আচরণ-অবস্থান,গাফলতি ও শৈথল্যতা বরদাশত করা হবে না।

এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, সবাই চাচ্ছে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তাহলে অসুবিধাটা কোথায়? আমরা মনে করি কোনো অসুবিধা নেই। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। তাই এ নির্বাচন নিয়ে কোনো রকম ভয়,শঙ্কা থাকতে পারে না। প্রার্থী ও ভোটার সবাইকে আমরা আশ্বস্ত করতে পারি বাঘা উপজেলার ইউপি নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান,বাঘা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সকল কর্মচারীসহ ৩ ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ