তালায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাঙলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
১৭ ডিসেম্বর বিকালে তালা উপজেলার খেশরা ইউনিয়ন শ্রমিকলীগের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি সরদার জব্বার।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরদার সুজাত আলি, জেলা আওয়ামীলীগের দ্প্তর সম্পাদক হারুন-উর-রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রশিদ, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ:লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, তালা থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, তালা উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক আসাদুল ইসলাম আসাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিকলীগের আহসান হাবিব গোলদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মোড়ল। আলোচনা সভা শেষে সর্বশেষে খুলনার রংধনু সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শত শত দর্শক মনোমুগ্ধের মতো উপভোগ করেন।