আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনয়াতনে ২১ডিসেম্বর ( মঙ্গলবার) ‘আচরণ বিধিমালা প্রতিপালন, আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত এ সমন্বয় সভায় জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু দাউদ প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সমন্বয় সভায় উপজেলার ৮ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদপ্রার্থীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে ১,৩৮,৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬৯,৩৩৬ জন পুরুষ ভোটার ৬৯,৪৮১ মহিলা ভোটার রয়েছেন। এ নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান, ৭৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৬৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে ১নং গয়েশপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।